HSC 2023 - পড়ায় গ্যাপ ?

কলেজ লাইফের শুরুতে সবাই এক থাকলেও এখন কয়েকটা ভাগে ভাগ হয়েছো তোমরা ।

 ১. শুরু থেকেই রেগুলার পড়াশোনা করা পাবলিক যারা সেফ জোনে আছো 😎

 ২. অধ্যায়গুলো একবার হলেও টাচ করা হয়েছে তবুও গ্যাপ আছেই । টেনশনে আছো 😪

 ৩. ১ম বর্ষেও কিছু গ্যাপ আছে, ২য় বর্ষেও গ্যাপ আছে বা অনেক কিছুই পড়া বাকি । এখন অনেক টেনশনে আছো 😭

তো কথা বলা যাক, গ্যাপ Public দের নিয়ে

প্রথমেই তোমাদের উচিত আরেকটু Serious হওয়া । পড়ার ধরনে পরিবর্তন আনা, আর নিজেকে বেশি সময় দেওয়া । এটা তো গেলো in general কথাবার্তা। সিস্টেমেটিক way টা আমি একটু বলি (নিজের মতো করে) ,বা আমি তোমাদের জায়গায় হলে কি করতাম।

👉👉ধাপ - ০১ 

প্রথমেই তোমার নিজেকে জানতে হবে । তুমি কতটুক জানো, আর কতটুক জানো না । আমার মতে ,ভালো করতে পারে সেই ,যে তার weakness খুঁজে বের করতে পারে ।

 ১) সব বই খাতা নিয়ে একদিন বসো,  কি কি চ্যাপ্টার শেষ হয়ে গেছে আর কি কি বাকি আছে তা একটি খাতায় সাবজেক্ট wise লিখা স্টার্ট করো, যেমন -


এইভাবে প্রতিটা সাবজেক্ট এর সব চ্যাপ্টার স্ক্যান / তালাশ করে ফেলো । সব এভাবে লিস্ট করার পর  তুমি চাইলে আরেকটা পেজ এ just "বাকি পার্ট" টুকু তুলে নিলে।

বাস্তব অনুভূতি

এই কাজটা যখন সত্যিই যথাযথভাবে করবে,তখন তুমি নিজেই অন্যরকম একটা ভালোলাগা feel করতে পারবে।যদিও তুমি কিন্তু এখনও পড়া শুরুই করো নি। 

এই ভালোলাগাটা আসে মূলত, এতদিন যেই বাকি থাকা টপিক গুলি আড়াল থেকেই ভয় দেখাতো বা মনের মধ্যে শঙ্কা জাগাতো 😨, তারা আজ তোমার সামনে এসে ধরা দিয়েছে😄

👉👉ধাপ - ০২ (প্রশ্ন অ্যানালাইসিস )

এবার তুমি জানো তোমার কি কি গ্যাপ 😪!! এবার ডিরেক্ট নামা যাক পড়ালেখায় !! চল তোমার নিজেকে শুরু করি নতুন ভাবে😎💥।

ধরলাম তোমার স্থির তড়িৎ অধ্যায়টি একদম টাচ করা হয়নাই । যেহেতু সময় কম ; তাই শুরুতেই খুঁজে বের করো এই অধ্যায় থেকে বোর্ডে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে । এটা আবার কেন ? কারণ একটা অধ্যায়ের নির্দিষ্ট কিছু টপিক থেকেই বার বার সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে । তাই এই ডাটা তোমার হাতে থাকলে পড়ার পরিধি অনেক কমে আসবে । বিশ্বাস কর ভাই অনেক কমে আসবে 😎💯। 

বিগত ০৫ বছরের বোর্ড প্রশ্ন Analysis করলেই নিচের মত ডাটা পেয়ে যাবা ।


তো ধাপ ২ এ কী করতে বললাম ? 

 উপরের মত করে প্রতিটি বিষয়ের  অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করতে বললাম। চালাক পোলাপান বলবে ভাই উপরের ছবি দেখে মনে হচ্ছে আপনারাই প্রতিটি বিষয়ের  Analysis শিট তৈরি করে রেখেছেন 🥰!!! হ্যাঁ আমরা আমাদের ব্যাচের জন্য এগুলো তৈরি করেছি । তুমি কিভাবে ফ্রিতে পাবা একদম শেষে বলে দিবো 😎

👉👉ধাপ - ০৩ ( রুটিন )

এবার তোমার হাতে ২ টা রিপোর্ট আছে । এক হচ্ছে তোমার গ্যাপ খাতা , দুই হচ্ছে Analysis Sheet । চল গাণিতিক হিসাব নিকাশ করে আরেকটা লিখিত রিপোর্ট তৈরি করি 😎। 

 যা যা করবা

০১. খাতায় ২ মাসের একটা টার্গেট লিখো ।  যেমন ৬০ দিন দিয়ে বাকি থাকা অধ্যায়ের সংখ্যা দিয়ে ভাগ করো । তাহলে একটা হিসাব পাবা ডেইলি কয়টা অধ্যায় পড়লে তোমার শেষ হবে । তারপর Weekly Routine করো । Weekly Routine এ কত তারিখ থেকে কত তারিখ ব্যাপী কোন অধ্যায় পড়বা সেটা লিখে ফেলো !!  


এই ক্ষেত্রে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে । প্রতি ৫ দিন পরপর গ্যাপ রাখতে পারো একটা করে । এই গ্যাপ রেস্ট নেওয়ার জন্য না। এটা মূলত ব্যাকআপ , সাপ্তাহিক টার্গেট fully fill up না হলে সেইটা কাভার করার জন্য 🥲 কারণ আমি জানি তুমি একটু আলসেমি করবাই 😎

তো এবার তোমার হাতে ৩ টা রিপোর্ট আছে । 

০১. গ্যাপ খাতা 

০২. Analysis Sheet 

০৩. সুন্দর হিসাব নিকাশ ও সুন্দর রুটিন ( কবে কোনটা পড়বা )


এই ৩ টা হাতে থাকলে মোটামোটি একটা শরীরে ভাব আসবে 😌, ভালো লাগা কাজ করবে 🎉😛। 

এবার তুমি জানো কোন অধ্যায় তুমি শুরু করবে এবং সেই অধ্যায়ের কোন টপিক থেকে প্রশ্ন আসে । এখন তোমার কাজ সেই টপিকগুলোর কনসেপ্ট সিরিয়ালি ক্লিয়ার করা ।

👉👉ধাপ - ০৪ ( কনসেপ্ট ক্লিয়ার + বোর্ড প্রশ্ন সলভ )

- কনসেপ্ট ক্লিয়ার করবা যেভাবে

 প্রথমেই আগে বই থেকে রিডিং পড়ে নেও । তারপর যেই টপিকটা বই পড়ে বুঝতে সমস্যা তা ইউটিউবে সার্চ করো । দেখো ভালো কোন ক্লাস পাও কিনা । পেলে ক্লাসটা করবা । এভাবে করে একটা একটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করবা ।

এরপর সেই কনসেপ্ট থেকে আসা বোর্ড প্রশ্ন সলভ করতে হবে ।

তোমার কাছে টেস্ট পেপার বা গাইড থাকলে সেখান থেকে বোর্ড প্রশ্নগুলো সলভ করবা । আর আমাদের Analysis Sheet এও খুব সুন্দর করে টপিকওয়াইজ বোর্ড প্রশ্ন গোছানো আছে এবং এই শিটের উপর আমাদের সুন্দর সুন্দর কনসেপ্ট ক্লাসও রয়েছে । তোমরা চাইলে সেখান থেকেও কনসেপ্ট ক্লিয়ার + বোর্ড প্রশ্ন সলভিং টেকনিক শিখে নিতে পারো । একদম নিচে লিংক পাবা । 

আমার মতে HSC তে সবচেয়ে কম পড়ে,ভালো করার ছোটখাটো রাস্তা হয়ত এটাই যে, বোর্ড প্রশ্ন সলভ করা । আর তোমার এই অবস্থা থেকে নিজেকেই উঠে আসতে হবে,সময় আছে যথেষ্ট । মনোবল টা যথেষ্ট হলেই, hsc তে track এ ফিরে আসা simple । ১/২ বছর পরে যেনো দীর্ঘশ্বাস ফেলে নিজেকে আফসোস করতে না হয়," I had one chance and, I didn't take it😔"

ইংলিশ syllabus যতোই ফুল কমপ্লিট হোক না কেনো , এটা বেশি বেশি রিভাইজ দিতে হবে + ICT । যদিও এই দুইটায় রিভাইজ দিতে বসলেই যেনো ভূতে দৌড়ায়, বই বন্ধ করতে , দ্রুত😐। But, যারা এর পরেও স্রোতের বিপক্ষে গিয়ে রিভাইজ দিয়ে যাবে, প্রায়শই ,তারা নিজেদের অজান্তেই একটা solid position এ দাঁড় করায়। 

তাহলে পুরো কাজের সিকুয়েন্স কি দাঁড়ালো ?? 

০১. তোমার গ্যাপ খাতা তৈরি 

০২. Analysis Sheet তৈরি

০৩. দুই মাসের টার্গেট ও রুটিন তৈরি

০৪. রুটিন ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা

০৫. কনসেপ্ট রিলেটেড বোর্ড প্রশ্ন সলভ করা

০৬. এভাবে একটা অধ্যায় শেষ হলে গ্যাপ খাতায় টিক মার্ক দেওয়া

০৭. ১ সপ্তাহ পর পর পূর্বের পড়া রিভাইজ দেওয়া । 

এভাবে করে ফিজিক্স , কেমিস্ট্রি , ম্যাথ তুমি এক এক করে শেষ করবা আর তোমার গ্যাপ খাতায় যেখানে তুমি ডেডলাইন লিখেছিলে সেখানে সবুজ কালি দিয়ে টিক দিবা । প্রতি সপ্তাহ পর দেখবা কতটুকু পড়া হলো আর কতটুকু বাকি আছে এবং হাতে কত সময় আছে । একমাত্র এই সিকুয়েন্সে পড়তে পারলেই এই কম সময়ের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া সম্ভব ।

 Most important: ফোনে টাইম কম দিলেই, তুমি এতকিছু করার সময় পাবে🤲। নয়তো দেখবে ,হুট করেই দিন শেষ। "দিন যায় ,দিন আসে ,পড়া আমার গাঙে ভাসে🙂😒" এমন করা যাবে না। দিন আসে দিন যায় ,পড়া আমার কে "আটকায়🥱😎" এমন করে পড়তে হবে😌

ভালো থাকো সবাই । ব্লগটি প্রয়োজনে  আরেকবার পড় , শেয়ার দিয়ে রাখতে পারো । আর ভালো লাগলে নিচে একটা কমেন্ট করতে পারো 

❤️শুভকামনা তোমার জন্য❤️

🥶একটু  মার্কেটিং🥶

তো যারা আমাদের অ্যানালাইসিস শিট ও ক্লাসের অপেক্ষায়ঃ
তোমাদের যাদের একটু নিজে নিজে পড়ার অভ্যাস কম । তাদের জন্য আমরা একটা কোর্স এনেছি । 

০১. ঐযে বললাম Analysis Sheet বানাতে । সেটা আমরাই বানিয়ে দিয়েছি । 
০২. আবার বললাম Analysis Sheet এর প্রতিটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতে । সেই কনসেপ্ট ক্লাসগুলোও কিন্তু আমরা বানিয়েছি ।
০৩. আবার সেই কনসেপ্ট রিলেটেড বোর্ড প্রশ্ন সলভ ও আমরা করে দিয়েছি ।

আশা করি ক্লাসগুলো তোমার গ্যাপ পূরণে অনেক হেল্প করবে । ডেমো ক্লাস , ডেমো শিট দেখতে ভিজিট করো - 

৫০% ছাড় পেতে ২ দিনের মধ্যে এই সিক্রেট কুপন কোডটি ব্যবহার করো । Coupon Code: GET50