There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
HSC 2023 - পড়ায় গ্যাপ ?
কলেজ লাইফের শুরুতে সবাই এক থাকলেও এখন কয়েকটা ভাগে ভাগ হয়েছো তোমরা ।
১. শুরু থেকেই রেগুলার পড়াশোনা করা পাবলিক যারা সেফ জোনে আছো 😎
২. অধ্যায়গুলো একবার হলেও টাচ করা হয়েছে তবুও গ্যাপ আছেই । টেনশনে আছো 😪
৩. ১ম বর্ষেও কিছু গ্যাপ আছে, ২য় বর্ষেও গ্যাপ আছে বা অনেক কিছুই পড়া বাকি । এখন অনেক টেনশনে আছো 😭
প্রথমেই তোমাদের উচিত আরেকটু Serious হওয়া । পড়ার ধরনে পরিবর্তন আনা, আর নিজেকে বেশি সময় দেওয়া । এটা তো গেলো in general কথাবার্তা। সিস্টেমেটিক way টা আমি একটু বলি (নিজের মতো করে) ,বা আমি তোমাদের জায়গায় হলে কি করতাম।
👉👉ধাপ - ০১
প্রথমেই তোমার নিজেকে জানতে হবে । তুমি কতটুক জানো, আর কতটুক জানো না । আমার মতে ,ভালো করতে পারে সেই ,যে তার weakness খুঁজে বের করতে পারে ।
১) সব বই খাতা নিয়ে একদিন বসো, কি কি চ্যাপ্টার শেষ হয়ে গেছে আর কি কি বাকি আছে তা একটি খাতায় সাবজেক্ট wise লিখা স্টার্ট করো, যেমন -
এইভাবে প্রতিটা সাবজেক্ট এর সব চ্যাপ্টার স্ক্যান / তালাশ করে ফেলো । সব এভাবে লিস্ট করার পর তুমি চাইলে আরেকটা পেজ এ just "বাকি পার্ট" টুকু তুলে নিলে।
বাস্তব অনুভূতি
এই ভালোলাগাটা আসে মূলত, এতদিন যেই বাকি থাকা টপিক গুলি আড়াল থেকেই ভয় দেখাতো বা মনের মধ্যে শঙ্কা জাগাতো 😨, তারা আজ তোমার সামনে এসে ধরা দিয়েছে😄
👉👉ধাপ - ০২ (প্রশ্ন অ্যানালাইসিস )
এবার তুমি জানো তোমার কি কি গ্যাপ 😪!! এবার ডিরেক্ট নামা যাক পড়ালেখায় !! চল তোমার নিজেকে শুরু করি নতুন ভাবে😎💥।
ধরলাম তোমার স্থির তড়িৎ অধ্যায়টি একদম টাচ করা হয়নাই । যেহেতু সময় কম ; তাই শুরুতেই খুঁজে বের করো এই অধ্যায় থেকে বোর্ডে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে । এটা আবার কেন ? কারণ একটা অধ্যায়ের নির্দিষ্ট কিছু টপিক থেকেই বার বার সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে । তাই এই ডাটা তোমার হাতে থাকলে পড়ার পরিধি অনেক কমে আসবে । বিশ্বাস কর ভাই অনেক কমে আসবে 😎💯।
বিগত ০৫ বছরের বোর্ড প্রশ্ন Analysis করলেই নিচের মত ডাটা পেয়ে যাবা ।
তো ধাপ ২ এ কী করতে বললাম ?
উপরের মত করে প্রতিটি বিষয়ের অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করতে বললাম। চালাক পোলাপান বলবে ভাই উপরের ছবি দেখে মনে হচ্ছে আপনারাই প্রতিটি বিষয়ের Analysis শিট তৈরি করে রেখেছেন 🥰!!! হ্যাঁ আমরা আমাদের ব্যাচের জন্য এগুলো তৈরি করেছি । তুমি কিভাবে ফ্রিতে পাবা একদম শেষে বলে দিবো 😎
👉👉ধাপ - ০৩ ( রুটিন )
এবার তোমার হাতে ২ টা রিপোর্ট আছে । এক হচ্ছে তোমার গ্যাপ খাতা , দুই হচ্ছে Analysis Sheet । চল গাণিতিক হিসাব নিকাশ করে আরেকটা লিখিত রিপোর্ট তৈরি করি 😎।
যা যা করবা
০১. খাতায় ২ মাসের একটা টার্গেট লিখো । যেমন ৬০ দিন দিয়ে বাকি থাকা অধ্যায়ের সংখ্যা দিয়ে ভাগ করো । তাহলে একটা হিসাব পাবা ডেইলি কয়টা অধ্যায় পড়লে তোমার শেষ হবে । তারপর Weekly Routine করো । Weekly Routine এ কত তারিখ থেকে কত তারিখ ব্যাপী কোন অধ্যায় পড়বা সেটা লিখে ফেলো !!
এই ক্ষেত্রে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে । প্রতি ৫ দিন পরপর গ্যাপ রাখতে পারো একটা করে । এই গ্যাপ রেস্ট নেওয়ার জন্য না। এটা মূলত ব্যাকআপ , সাপ্তাহিক টার্গেট fully fill up না হলে সেইটা কাভার করার জন্য 🥲 কারণ আমি জানি তুমি একটু আলসেমি করবাই 😎
তো এবার তোমার হাতে ৩ টা রিপোর্ট আছে ।
০১. গ্যাপ খাতা
০২. Analysis Sheet
০৩. সুন্দর হিসাব নিকাশ ও সুন্দর রুটিন ( কবে কোনটা পড়বা )
এই ৩ টা হাতে থাকলে মোটামোটি একটা শরীরে ভাব আসবে 😌, ভালো লাগা কাজ করবে 🎉😛।
এবার তুমি জানো কোন অধ্যায় তুমি শুরু করবে এবং সেই অধ্যায়ের কোন টপিক থেকে প্রশ্ন আসে । এখন তোমার কাজ সেই টপিকগুলোর কনসেপ্ট সিরিয়ালি ক্লিয়ার করা ।
👉👉ধাপ - ০৪ ( কনসেপ্ট ক্লিয়ার + বোর্ড প্রশ্ন সলভ )
- কনসেপ্ট ক্লিয়ার করবা যেভাবে
প্রথমেই আগে বই থেকে রিডিং পড়ে নেও । তারপর যেই টপিকটা বই পড়ে বুঝতে সমস্যা তা ইউটিউবে সার্চ করো । দেখো ভালো কোন ক্লাস পাও কিনা । পেলে ক্লাসটা করবা । এভাবে করে একটা একটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করবা ।
এরপর সেই কনসেপ্ট থেকে আসা বোর্ড প্রশ্ন সলভ করতে হবে ।
তোমার কাছে টেস্ট পেপার বা গাইড থাকলে সেখান থেকে বোর্ড প্রশ্নগুলো সলভ করবা । আর আমাদের Analysis Sheet এও খুব সুন্দর করে টপিকওয়াইজ বোর্ড প্রশ্ন গোছানো আছে এবং এই শিটের উপর আমাদের সুন্দর সুন্দর কনসেপ্ট ক্লাসও রয়েছে । তোমরা চাইলে সেখান থেকেও কনসেপ্ট ক্লিয়ার + বোর্ড প্রশ্ন সলভিং টেকনিক শিখে নিতে পারো । একদম নিচে লিংক পাবা ।
আমার মতে HSC তে সবচেয়ে কম পড়ে,ভালো করার ছোটখাটো রাস্তা হয়ত এটাই যে, বোর্ড প্রশ্ন সলভ করা । আর তোমার এই অবস্থা থেকে নিজেকেই উঠে আসতে হবে,সময় আছে যথেষ্ট । মনোবল টা যথেষ্ট হলেই, hsc তে track এ ফিরে আসা simple । ১/২ বছর পরে যেনো দীর্ঘশ্বাস ফেলে নিজেকে আফসোস করতে না হয়," I had one chance and, I didn't take it😔"
ইংলিশ syllabus যতোই ফুল কমপ্লিট হোক না কেনো , এটা বেশি বেশি রিভাইজ দিতে হবে + ICT । যদিও এই দুইটায় রিভাইজ দিতে বসলেই যেনো ভূতে দৌড়ায়, বই বন্ধ করতে , দ্রুত😐। But, যারা এর পরেও স্রোতের বিপক্ষে গিয়ে রিভাইজ দিয়ে যাবে, প্রায়শই ,তারা নিজেদের অজান্তেই একটা solid position এ দাঁড় করায়।
তাহলে পুরো কাজের সিকুয়েন্স কি দাঁড়ালো ??
০১. তোমার গ্যাপ খাতা তৈরি
০২. Analysis Sheet তৈরি
০৩. দুই মাসের টার্গেট ও রুটিন তৈরি
০৪. রুটিন ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা
০৫. কনসেপ্ট রিলেটেড বোর্ড প্রশ্ন সলভ করা
০৬. এভাবে একটা অধ্যায় শেষ হলে গ্যাপ খাতায় টিক মার্ক দেওয়া
০৭. ১ সপ্তাহ পর পর পূর্বের পড়া রিভাইজ দেওয়া ।
এভাবে করে ফিজিক্স , কেমিস্ট্রি , ম্যাথ তুমি এক এক করে শেষ করবা আর তোমার গ্যাপ খাতায় যেখানে তুমি ডেডলাইন লিখেছিলে সেখানে সবুজ কালি দিয়ে টিক দিবা । প্রতি সপ্তাহ পর দেখবা কতটুকু পড়া হলো আর কতটুকু বাকি আছে এবং হাতে কত সময় আছে । একমাত্র এই সিকুয়েন্সে পড়তে পারলেই এই কম সময়ের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া সম্ভব ।
Most important: ফোনে টাইম কম দিলেই, তুমি এতকিছু করার সময় পাবে🤲। নয়তো দেখবে ,হুট করেই দিন শেষ। "দিন যায় ,দিন আসে ,পড়া আমার গাঙে ভাসে🙂😒" এমন করা যাবে না। দিন আসে দিন যায় ,পড়া আমার কে "আটকায়🥱😎" এমন করে পড়তে হবে😌
ভালো থাকো সবাই । ব্লগটি প্রয়োজনে আরেকবার পড় , শেয়ার দিয়ে রাখতে পারো । আর ভালো লাগলে নিচে একটা কমেন্ট করতে পারো
❤️শুভকামনা তোমার জন্য❤️
🥶একটু মার্কেটিং🥶
তো যারা আমাদের অ্যানালাইসিস শিট ও ক্লাসের অপেক্ষায়ঃআশা করি ক্লাসগুলো তোমার গ্যাপ পূরণে অনেক হেল্প করবে । ডেমো ক্লাস , ডেমো শিট দেখতে ভিজিট করো -
৫০% ছাড় পেতে ২ দিনের মধ্যে এই সিক্রেট কুপন কোডটি ব্যবহার করো । Coupon Code: GET50